পেঁয়াজের দাম বাড়ল কেজিতে ৫০ টাকা
সরবরাহ কম থাকার অজুহাতে দিনাজপুরের হিলিতে তিনদিনের ব্যবধানে পেঁয়াজের দাম প্রতি কেজিতে ৫০ টাকা বেড়েছে। তিনদিন পূর্বে প্রতি কেজি পেঁয়াজ ৮০ হতে ৯০ টাকা কেজি করে বিক্রি হলেও, এখন
সেটি বেড়ে বিক্রি হচ্ছে ১২০ হতে ১৩০ টাকা কেজি দরে। নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকা করে।
চাহিদার তুলনাতে সরবরাহ না থাকার কারণে পেঁয়াজের দাম বাড়ছে বলে জানায় হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ীরা। দেশীয় পেঁয়াজের মৌসুম শেষের দিকে হওয়ার জন্য সরবরাহ কমে গেছে।
তিনদিন পূর্বে মোকামে প্রতি মন পেঁয়াজ ৩ হাজার ২০০ হতে ৩হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছিল সেটি এখন বিক্রি হচ্ছে ৪ হাজার ২০০ হতে ৪ হাজার ৩০০ টাকা করে। মণ প্রতি ১ হাজার টাকা বেড়ে যাওয়ার জন্য বাড়তি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে ।এই কারণে বৃদ্ধি পাচ্ছে দাম।
নতুন পেঁয়াজ বাজারে উঠতে শুরু করলেও চাহিদার তুলনা থেকে সরবরাহ অনেক কম। যার ফলে দামও বেশী। কিন্তু আমদানি শুরু হয়ে গেলে দাম কমে আসবে বলে আশা করেন ক্রেতা বিক্রেতা।
স্বাধীনতার বার্তা / মেবি
