নভেম্বর মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে ৮.২৯ শতাংশ
পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে চলতি বছরের নভেম্বর মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ২৯ শতাংশ। গত অক্টোবর মাসে এ হার ছিল প্রায় ৮ দশমিক ১৭ শতাংশ। গত বছরের নভেম্বর মাসে এই হার ছিল ১১ দশমিক ৩৮ শতাংশ।
আজ রবিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই চিত্র উঠে আসে।
বিবিএসের তথ্য অনুসারে, এক মাসের ব্যবধানে খাদ্যপণ্যের মূল্যস্ফীতিও কিছুটা বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের নভেম্বর মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি এসে দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৬ শতাংশে,যেটি পূর্বের মাস অক্টোবরে ছিল ৭ দশমিক শূন্য ৮ শতাংশ।
কিন্তু গত বছরের একই সময়ের তুলনাতে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কিছুটা কমেছে। এক বছর পূর্বে অর্থাৎ ২০২৪ সালের নভেম্বর মাসে খাদ্যে মূল্যস্ফীতি ছিল প্রায় ১৩ দশমিক ৮০ শতাংশ।
খাদ্যবহির্ভূত (নন-ফুড) খাতে নভেম্বর মাসে মূল্যস্ফীতির হার কিছুটা হ্রাস পেয়ে ৯ দশমিক শূন্য ৮ শতাংশে এসে দাঁড়িয়েছে, যেটি পূর্বের মাস অক্টোবরে ছিল ৯ দশমিক ১৩ শতাংশ। গত বছরের (২০২৪ সালের) নভেম্বর মাসে এ হার ছিল ৯ দশমিক ৩৯ শতাংশ।
স্বাধীনতার বার্তা / মেবি
