মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ বৃদ্ধি পেলো
মেট্রোরেলের টিকিটের উপর ভ্যাট অব্যাহতির মেয়াদ বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বুধবার (২৪ ডিসেম্বর) একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পরিবেশবান্ধব অত্যাধুনিক গণপরিবহন মেট্রোরেলকে আরো জনপ্রিয় করার জন্য, সেবার উপর আরোপিত ভ্যাট ৩১ ডিসেম্বর অবধি অব্যাহতি ছিল। এখন এ সুবিধা আগামী ৩০ জুন অবধি বৃদ্ধি করা হয়েছে।
এই বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, এনবিআরকে একটি সুপারিশ করে। এর পূর্বে ১১ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, মেট্রোরেলের টিকিটের উপর মূল্য সংযোজন কর কিংবা ভ্যাট অব্যাহতির সুবিধা অব্যাহত থাকবে।
বর্তমান ভ্যাট আইন অনুসারে, যেকোনো শীতাতপনিয়ন্ত্রিত রেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিধান রয়েছে। মেট্রোরেল সম্পূর্ণ শীতাতপনিয়ন্ত্রিত ও একটি গণপরিবহন। তবে মেট্রোরেল চালুর পরে শুরু হতেই, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির অনুরোধে এ সেবার উপর ভ্যাট আরোপ করা হয়নি।
স্বাধীনতার বার্তা / মেবি
