আচমকাই কমলো স্বর্ণের দাম
দেশের বাজারে হঠাৎই এক লাফে প্রতি ভরিতে ২২ ক্যারেট স্বর্ণের দাম কমেছে প্রায় ১০ হাজার ৪৭৪ টাকা। এখন হতে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা বিক্রি করা হবে এক লাখ ৯৩ হাজার ৮০৯ টাকাতে। আজ (বুধবার) হতে সারা দেশে সোনার নতুন এই দাম কার্যকর হবে।
গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের এই দাম হ্রাসের তথ্যটি জানায়।
এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার দাম বেশ কমেছে। সেই জন্য সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
নতুন দাম অনুসারে, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে এক লাখ ৮৫ হাজার ৩ টাকা নির্ধারণ করা হয়। এছাড়াও ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৫৮ হাজার ৫৭২ টাকা নির্ধারণ করা হয় ও সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৩১ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়।
তবে অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার প্রতি ভরির দাম ৪ হাজার ২৪৬ টাকা। ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৪৭ টাকা ও ১৮ ক্যারেটের রুপার দাম প্রতি ভরি তিন হাজার ৪৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
