সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

একদিন যেতে না যেতেই নতুন আরেক দফায় স্বর্ণের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটিতে ১,৮৮৯ টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম হয়েছে এখন ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

২২ই সেপ্টেম্বর সোমবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি স্বর্ণের দাম বাড়ানোর এই সিদ্ধান্তের কথা জানায়।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে নতুন দর কার্যকর করা হবে বলে জানিয়েছেন তারা।

এর আগে ২২ ক্যারেট স্বর্ণের ১ ভরির দাম ছিল ১ লাখ ৮৯ হাজার ৩০৭ টাকা। বর্তমানে নতুন দামে প্রতি ভরিতে দাম বেড়েছে ১,৮৮৯ টাকা।

বিভিন্ন ক্যারেটে প্রতি ভরি স্বর্ণের নতুন দাম যথাক্রমে ২২ ক্যারেট ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৮২ হাজার ৪৯৫ টাকা ও ১৮ ক্যারেট ১ লাখ ৫৬ হাজার ৪২৬ টাকা। এছাড়া সনাতন পদ্ধতিতে ১ লাখ ২৯ হাজার ৭৯৭ টাকা।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর