ইসলামী ব্যাংক দেখভাল করার জন্য নতুন আইন হচ্ছে
ইসলামী ব্যাংক দেখাশোনা করার জন্য নতুন আইন হচ্ছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তার ভাষ্যমতে, দেশে ইসলামী ব্যাংকিংয়ের ব্যাপক সম্ভাবনা আছে। তবে পুনর্গঠন প্রয়োজন। আমানতকারীদের আস্থা অর্জনের পাশাপাশি তাদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ইসলামিক ফাইন্যান্স কনফারেন্সে গতকাল (১০ জানুয়ারি) তিনি এই তথ্য জানিয়েছেন।
আহসান এইচ মনসুর বলেছেন, বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব হচ্ছে আমানতকারীদের নিরাপত্তা দেওয়া। পূর্বে এই ক্ষেত্রে ব্যর্থতা থাকলেও বর্তমান কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসলামী ব্যাংকের উপর আমানতকারীদের আস্থা ফের ফিরে আসছে। মোট পাঁচটি ব্যাংক একীভূত করে একটি বড় ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। এইসব ব্যাংকের আমানতকারীরাও পুনরায় ফিরে আসবেন।
গভর্নরের ভাষ্যমতে, তারল্য ব্যবস্থাপনার জন্য ইসলামী বন্ড মার্কেট প্রয়োজন। কিন্তু এই বিষয়ে কোনও কাজ সম্পন্ন হয়নি। বেসরকারি উদ্যোগে যেই সব সুকক বন্ড হয়েছে সেটি ছোট আকারের। এর মাঝে বেক্সিমকোর সুকক বন্ড বাজারের সম্ভাবনা নষ্ট করে দিয়েছে। এইটি চাপিয়ে দেওয়া হয়।
স্বাধীনতার বার্তা / মেবি
