সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

দেশের বাজারে পুনরায় বেড়েছে স্বর্ণের দাম। এইবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৮০ টাকা বৃদ্ধি করা হয়েছে। যার ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকায় এসে দাঁড়িয়েছে। আজ রবিবার হতেই নতুন এই দাম কার্যকর হবে।

গতকাল শনিবার রাতে একটি বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম আবার বেড়েছে। যার ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনাতে ফের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়।

নতুন দাম অনুসারে, ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা নির্ধারণ করা হয়।

গতকাল শনিবার দেশের বাজারে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৯৬ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকাতে বিক্রি হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সোনার বিক্রয়মূল্যের সাথে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট ও বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যুনতম মজুরি অবশ্যই যোগ করতে হবে। কিন্ত গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন ভিন্ন হতে পারে বলে জানানো হয়েছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর