আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কেমন
আজ শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের বেশ পতন ঘটেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের (ফেড) ভবিষ্যৎ সুদহার হ্রাস করা নিয়ে অনিশ্চয়তার জন্য ডলার শক্তিশালী হয়ে উঠেছে, যার প্রভাবে স্বর্ণের দাম কমেছে। বাংলাদেশ সময় শুক্রবার সকাল ১০টায় স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ কমে দাঁড়িয়েছে আউন্স প্রতি ৪,০০৫.৫৪ ডলার।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ডলার সূচক গত তিন মাসের মাঝে সর্বোচ্চ পর্যায়ে আছে, যেটি অন্যান্য মুদ্রায় স্বর্ণ কেনাকে আরো ব্যয়বহুল করে তুলে।
বুধবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেড এই বছর দ্বিতীয়বারের মতো সুদের হার প্রায় এক-চতুর্থাংশ শতাংশ কমিয়ে ৩.৭৫ হতে ৪.০০ শতাংশ সীমার মাঝে নিয়ে এসেছে। কিন্ত চেয়ারম্যান জেরোম পাওয়েলের সম্প্রতি এক বক্তব্যের পরে ডিসেম্বর সভাতে আরেক দফা হার কমানোর সম্ভাবনা রয়েছে।
সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুসারে, ডিসেম্বর মাসে ফেডের সুদহার ০.২৫ শতাংশ হ্রাস করার সম্ভাবনা এখন ৭৪.৮ শতাংশ, যেটি এক সপ্তাহ পূর্বেও ছিল ৯১.১ শতাংশ।
স্বর্ণের দাম কমলেও এখনও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপা প্রতি ভরি চার হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৪৭ টাকা ও ১৮ ক্যারেটের রুপার দাম ভরি তিন হাজার ৪৭৬ টাকা।
স্বাধীনতার বার্তা / মেবি
