ফের স্বর্ণের দামের নতুন রেকর্ড
দেশের বাজারে স্বর্ণের দাম আবারো বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এইবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬২৫ টাকা অবধি বেড়েছে। যার ফলে ভালো মানের স্বর্ণের দাম বৃদ্ধি পেয়ে ২ লাখ ৩৪ হাজার টাকা ছাড়িয়েছে। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের মূল্য।
গতকাল বুধবার ( ১৪ জানুয়ারি) বাজুসের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই তথ্য। নতুন এ দাম ১৫ জানুয়ারি অর্থাৎ আজ
হতে কার্যকর হবে।
সংগঠনটি জানায়, বৈশ্বিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বেড়ে যাওয়ার কারণে স্থানীয় বাজারে দাম বেড়েছে। এই নিয়ে চলতি বছর দেশের বাজারে ৭ম বারের মতো সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে মূল্য ৫ দফা বাড়ানো হয়েছে ও কমানো হয়েছে মাত্র ২ দফা।
নতুন দাম অনুসারে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা নির্ধারিত।
স্বাধীনতার বার্তা / মেবি
