সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

প্রায় দুই বছর পরে উপমহাদেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানাতে উৎপাদন শুরু। গ্যাস সংযোগ না থাকার কারণে এতদিন প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ ছিলো।

গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে জেলার সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত সার খানাটির উৎপাদন শুরু হয়েছে।

এই বিষয়টি নিশ্চিত করেছে কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন। তিনি জানিয়েছে, গত বছরের ১৫ জানুয়ারি যমুনা সার কারখানার গ্যাস সংযোগ প্রত্যাহার করে দেয় বিসিআইসি। যার ফলে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে গেছে। চলতি বছরের ২৪ নভেম্বর তিতাস গ্যাস এই কারখানাটিতে ফের গ্যাস সংযোগ দিয়েছে। এরপরে যান্ত্রিক ত্রুটি মেরামত করে গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে উৎপাদন শুরু করা হয়েছে। 

প্রসঙ্গত, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হওয়া এই যমুনা সার কারখানাটির দৈনিক উৎপাদন ক্ষমতা হলো ১৭০০ মেট্রিক টন। বর্তমানে এটির বার্ষিক উৎপাদন ক্ষমতা কমপক্ষে ৪২ হাজার টন।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর