সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

দেশে রিজার্ভ ছাড়ালো ৩১ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বৃদ্ধি পেয়েছে ইতিমধ্যে ৩১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। বুধবার (১৭ই সেপ্টেম্বর) গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ বিলিয়ন ডলার। সেই সাথে আন্তর্জাতিক তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী রিজার্ভ ২৬.৮ বিলিয়ন ডলার।

বুধবার (১৭ই সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ সকল তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সবর্শেষ তথ্যানুযায়ী, ১৭ ই সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমান ছিল ৩১০০০৩ দশমিক ১০ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক তহবিল (আইএমএফ) হিসাব পদ্ধতি অনুয়ায়ী রিজার্ভ ২৬০৮৭ দশমিক ৪৬ মিলিয়ন ডলার।

গত ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত ৩০৮৮৬ দশমিক ৯৮ মিলিয়ন ডলার দেশের গ্রস রিজার্ভ পরিমান ছিল। আর ২৬৯৮৪ দশমিক ৪৩ ডলার ছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল হিসাব বিপিএম-৬ অনুযায়ী।

উল্লেখ্য মোট রিজার্ভ থেকে স্বল্প মেয়াদি দায় বাদ দিলে প্রকৃত রিজার্ভ পাওয়া যায়। তবে এছাড়াও বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি রিজার্ভ হিসাব রয়েছে যার নাম ব্যয়যোগ্য হিসাব। কিন্তু এসকল তথ্য প্রকাশ করে না কেন্দ্রীয় ব্যাংক।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর