৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ করলেন সালেহউদ্দিন আহমেদ
অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটে জোর দেওয়া হয়েছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতায়
ঢাকা, ০২ জুন ২০২৫:
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. সালেহউদ্দিন আহমেদ আজ সোমবার বিকেলে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেছেন। এটি স্বাধীন বাংলাদেশের ৫৪তম জাতীয় বাজেট এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট।
ড. সালেহউদ্দিন টেলিভিশনে পূর্ব-ধারণকৃত বাজেট বক্তৃতা উপস্থাপন করেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে বিকেল ৩টায় এই ভাষণ সম্প্রচারিত হয়। একইসঙ্গে অন্যান্য টেলিভিশন ও রেডিও স্টেশনগুলোকে বিটিভির অফিসিয়াল ফিড ব্যবহার করে সম্প্রচার করতে বলা হয়। এটি দেশে টেলিভিশনে বাজেট ঘোষণার ইতিহাসে তৃতীয়বারের মতো সরাসরি সম্প্রচারের ঘটনা।
বাজেটের সারসংক্ষেপ
মোট বাজেট: ৭,৯০,০০০ কোটি টাকা
উন্নয়ন ব্যয়: ২,৩০,০০০ কোটি টাকা
রাজস্ব ব্যয়: ৫,৬০,০০০ কোটি টাকা
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা: ৫,১৮,০০০ কোটি টাকা
জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা: ৫.৫%
মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা: ৬.৫%
গত বছরের তুলনায় এবারের বাজেটের আকার কমানো হয়েছে ৭ হাজার কোটি টাকা, তবে রাজস্ব বাজেট বাড়ানো হয়েছে ২৮ হাজার কোটি টাকা। উন্নয়ন ব্যয় কমেছে ৩৫ হাজার কোটি টাকা।
বাজেটের ৫টি প্রধান অগ্রাধিকার
১. অর্থনৈতিক স্থিতিশীলতা ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ
চলমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় অন্তর্বর্তী সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব ও মুদ্রানীতির সমন্বয় এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার, বৈদেশিক বিনিয়োগ (FDI) সহজীকরণ, আর্থিক শৃঙ্খলা পুনরুদ্ধার এবং নীতিনির্ধারণে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে পরিলক্ষিত হয় বাজেট বক্তব্যে।
২. কর ও শুল্ক কাঠামোয় পরিবর্তন
রাজস্ব বৃদ্ধির পাশাপাশি উৎপাদন ও ব্যবসায় সহায়তা দিতে বাজেটে কর ও শুল্ক নীতিতে বেশকিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে:
ওষুধ শিল্প: ক্যানসার, কিডনি ও হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত ৭৯টি ওষুধ তৈরির কাঁচামাল শুল্কমুক্ত
কৃষি: হিমাগারের যন্ত্রপাতিতে শুল্ক মওকুফ
গণপরিবহন: ১৬–৪০ আসনের বাসের আমদানি শুল্ক ১০% থেকে কমিয়ে ৫%
প্রযুক্তি: সফটওয়্যার রপ্তানি বৃদ্ধিতে ডেভেলপমেন্ট টুলস ও অপারেটিং সিস্টেমের শুল্ক ১০% থেকে ৫%
বিলাসপণ্য: লিপস্টিক, ফেসওয়াশের মতো পণ্যে শুল্ক দ্বিগুণ
এছাড়া, ৬২২টি পণ্যের ওপর থেকে সম্পূরক শুল্ক কমানো বা তুলে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, যা ব্যবসা সম্প্রসারণ ও ভোক্তা মূল্য হ্রাসে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
৩. সামাজিক সুরক্ষা বেষ্টনী সম্প্রসারণ
নিম্ন ও মধ্যম আয়ের জনগোষ্ঠীর জীবনযাত্রার ব্যয় সামাল দিতে বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে অতিরিক্ত বরাদ্দ, উপকারভোগীর সংখ্যা বৃদ্ধি এবং বিভিন্ন ভাতার পরিমাণ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। সম্ভাব্যভাবে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা পুনরায় চালুরও আভাস দিয়েছেন উপদেষ্টা।
৪. শিল্প ও ব্যাংক খাতের পুনর্গঠন
উৎপাদন ও ব্যবসার ব্যয় হ্রাস করতে করনীতিতে সহজীকরণ আনা হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মূলধন ঘাটতি পূরণে বিশেষ বরাদ্দসহ ব্যাংকিং খাত সংস্কারে পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়।
৫. রাজস্ব আদায় ও কর-জিডিপি অনুপাত বৃদ্ধি
২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫,১৮,০০০ কোটি টাকা। কর-জিডিপি অনুপাত বৃদ্ধির মাধ্যমে স্থানীয় শিল্পকে টিকিয়ে রাখা, সুশাসন নিশ্চিত করা ও প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিক ব্যবস্থায় সম্পৃক্ত করাই এই লক্ষ্যমাত্রার পেছনে মূল প্রেরণা।
ঐতিহাসিক পরিপ্রেক্ষিত
স্বাধীনতার পর প্রথম বাজেট ঘোষণায় তাজউদ্দিন আহমেদ ১৯৭২ সালে ৭৮৬ কোটি টাকার বাজেট উপস্থাপন করেছিলেন। এবার উপস্থাপিত বাজেট সেই ধারাবাহিকতারই এক আধুনিক রূপ। সর্বশেষ ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার সংসদের বাইরে বাজেট দিয়েছিল। এবারের বাজেটও সংসদবিহীন অবস্থায় দেওয়া হলো অন্তর্বর্তী সরকারের অধীনে।
ড. সালেহউদ্দিন আহমেদ বাংলাদেশের অন্যতম খ্যাতিমান অর্থনীতিবিদ ও সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তিনি ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং ৯ আগস্ট অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
বাজেটের বিস্তারিত ডকুমেন্ট
জাতীয় বাজেট-সংক্রান্ত পূর্ণাঙ্গ দলিল ও বিশ্লেষণ পাওয়া যাবে:
অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে: www.mof.gov.bd
জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে: www.nbr.gov.bd
নোট: বাজেট নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক বিশ্লেষকদের প্রতিক্রিয়া, করপোরেট ও নাগরিক সমাজের মতামত আসতে শুরু করেছে। পরবর্তী আপডেটে তা যুক্ত করা হবে।