ফের বিদেশি বিনিয়োগ কমেছে ৬২ শতাংশ
আবার হোঁচট খেলো দেশের বিদেশি বিনিয়োগ। চলতি বছরের প্রথমে (জানুয়ারি-মার্চ) সরাসরি বিদেশি বিনিয়োগ অথবা এফডিআই বেড়েছিল প্রায় ৭৬ শতাংশ। কিন্ত দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বিদেশি বিনিয়োগ অন্তত ৬২ শতাংশ কমে গেছে। যদিও বছরের ব্যবধানে বিনিয়োগ বেড়েছে ১১ দশমিক ৪১ শতাংশ। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক প্রকাশিত এক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে নিট নতুন বিনিয়োগ কিংবা ইক্যুইটি এসেছে প্রায় আট কোটি ১৩ লাখ ডলার। পূর্বের তিন মাসে এসেছিল ২৬ কোটি ৩৮ লাখ ডলার। তিন মাসে ইক্যুইটি বিনিয়োগ প্রায় ৬৯ দশমিক ১৮ শতাংশ কমেছে। এছাড়াও গত এপ্রিল-জুন সময়ে নিট এফডিআইয়ের ১৬ কোটি ৮২ লাখ ডলার এসেছে পুনর্বিনিয়োগ আয় হতে। জানুয়ারি-মার্চ সময়ে এসেছিল ১৯ কোটি ১১ লাখ ডলার। পুনর্বিনিয়োগ কমেছে প্রায় ১২ শতাংশ।
আন্তঃকোম্পানি ঋণ হতে এসেছে পাঁচ কোটি ৩৭ লা্খ ডলার। পূর্বের তিন মাসে এসেছিল ৩৩ কোটি ৩০ লাখ ডলার। রাজনৈতিক সরকার না থাকার জন্যই বিনিয়োগকারীরা বিনিয়োগ করছেন না। তাই বর্তমান সরকার শত চেষ্টার পরেও বিনিয়োগ কোনোভাবেই বাড়ছে না।
