আগামীকাল মঙ্গলবার ব্যাংক হলিডে: সব লেনদেন বন্ধ
আগামীকাল মঙ্গলবার (১ জুলাই ২০২৫) সারাদেশে পালিত হবে ব্যাংক হলিডে। এদিন সব ধরনের ব্যাংকিং লেনদেন বন্ধ থাকবে বলে বাংলাদেশ ব্যাংক নিশ্চিত করেছে।
১ জুলাইকে ব্যাংকিং খাতে 'অর্ধবার্ষিক সমাপনী' দিন হিসেবে বিবেচনা করা হয়। এই দিনে ব্যাংকগুলো তাদের ছয় মাসের (জানুয়ারি-জুন) আর্থিক হিসাব-নিকাশ সম্পন্ন করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে। বাংলাদেশ ব্যাংকের সূত্রে জানা গেছে, এই দিনে ব্যাংক কর্মকর্তারা যেন নির্বিঘ্নে অভ্যন্তরীণ হিসাব ও প্রশাসনিক কাজ করতে পারেন, সেজন্য গ্রাহকদের সব ধরনের লেনদেন বন্ধ রাখা হয়।
মঙ্গলবার বন্ধ থাকবে নগদ জমা বা উত্তোলন, চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট (ডিডি), পে অর্ডার, এটিএম থেকে নগদ উত্তোলন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেন এবং অন্যান্য সব ধরনের গ্রাহক সেবা।
সাধারণ গ্রাহক সেবা বন্ধ থাকলেও বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়, অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যালয় এবং কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। এসব অফিসে শুধুমাত্র প্রশাসনিক ও হিসাবসংক্রান্ত কার্যক্রম চলবে। পরবর্তী কার্যদিবস বুধবার (২ জুলাই) থেকে স্বাভাবিক নিয়মে সব কার্যক্রম চালু হবে।