আজ হতে আমানতকারীদের টাকা ফেরত
একীভূত ৫ টি ইসলামি ব্যাংকের গ্রাহকেরা আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) হতে টাকা ফেরত পাবেন। কিন্তু প্রথম পর্যায়ে মুনাফাসহ সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ফেরত পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
সংকটে পড়া শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক যেমন: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক একীভূত করে গঠিত 'সম্মিলিত ইসলামী ব্যাংক'-এর জন্য 'ব্যাংক রেজল্যুশন স্কিম ২০২৫' চূড়ান্ত করা হয়। এ স্কিম অনুসারে, আমানতকারীদের অর্থ ফেরতের উদ্দেশ্যে সুনির্দিষ্ট ধাপ ও সময়সীমা নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক।
স্কিমে বলা হয়, যেই সব গ্রাহকের আমানত ২ লাখ টাকা অবধি, তাদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। 'আমানত সুরক্ষা আইন'-এর আওতাতে এ অর্থ যেই কোনো সময় উত্তোলন করা যাবে। চলতি অথবা সঞ্চয়ী হিসাবে দুই লাখ টাকার অধিক জমার ক্ষেত্রে পরবর্তী সময়ে প্রতি তিন মাস পরে এক লাখ টাকা করে সর্বমোট সাত লাখ টাকা তোলা যাবে। কিন্তু কিডনি ডায়ালাইসিস ও ক্যানসারে আক্রান্ত ব্যক্তিদের জন্য স্কিমে মানবিক বিবেচনাতে একটি বিশেষ সুবিধা রাখা হয়েছে।
এর পূর্বে, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) একটি প্রজ্ঞাপনে এ স্কিমের বিস্তারিত জানায় বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি নতুন ব্যাংকের লোগোও উন্মোচিত করা হয়।
উল্লেখ্য, তীব্র তারল্য সংকট, অনিয়ম ও উচ্চমাত্রার খেলাপি ঋণের জন্য এ ৫ ইসলামি ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ভেঙে পড়াতে কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে এইগুলো বিলুপ্ত করে গঠন করা হয় 'সম্মিলিত ইসলামী ব্যাংক'।
স্বাধীনতার বার্তা / মেবি
