ব্যাংকগুলোকে শরীয়াহভিত্তিক লোন চালুর পরামর্শ শায়খ আহমাদুল্লাহ
শরিয়া পালনে ব্যাংকগুলোকে জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেছেন, বাংলাদেশ ব্যাংকের বহু কর্মকর্তা-কর্মচারী আমাকে জানিয়েছেন, হাউজ লোন অথবা গাড়ি লোনের ক্ষেত্রে ইসলামি ব্যাংকিং অনুসরণ করতে চান অথবা শরিয়াহ মেনে চলতে চান। তাদের উদ্দেশ্যে যদি সেই নীতি কিংবা পদ্ধতি চালু করা হয়, তাহলে কর্মকর্তা-কর্মচারীদের একটি উল্লেখযোগ্য অংশের জন্য তা সহায়ক হতে পারে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সিরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক আয়োজিত সিরাত মাহফিলে আলোচনার সময় শায়খ আহমাদুল্লাহ এই সব কথা বলেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরীও উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় মসজিদ কমিটির সভাপতি মো. আনিচুর রহমান ও অনুষ্ঠান সঞ্চালনা করেছেন সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন।
শায়খ আহমাদুল্লাহ বলেছেন, আমি আশা করব, যেসব কর্মকর্তা দ্বীন পালন করতে চান, কর্তৃপক্ষ তাদের এটি বিবেচনায় নেবেন। সে সকল কর্মকর্তার জন্য ইসলামি ব্যাংকিংয়ের পথ খোলা রাখবে। যদি এটি চালু করা হয়, তাহলে তাদের হক অথবা অধিকার আদায় হবে।
শরিয়াহ ব্যাংকগুলোতে শরিয়াহ পালন বিষয়ে তিনি বলেছেন, দেশে ইসলামি ব্যাংকগুলোতে ঠিক মতো শরিয়াহ মেনে চলা হচ্ছে কিনা এই ব্যাপারে জবাবদিহিতা নিশ্চিত করা খুবই দরকার। এই ক্ষেত্রে যে সব পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, আমি বিশ্বাস করি, সেই গুলো দিয়েই এইটি নিশ্চিত করার পথ সুগম হবে ইনশাআল্লাহ।
স্বাধীনতার বার্তা / মেবি
