স্ত্রী ২ এর সুরকার শচীন সাংভির বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা।
বলিউডের সঙ্গীত জগতে আবারও এক অস্বস্তিকর অভিযোগ সামনে এলো। ‘স্ত্রী ২’ সিনেমার সুপারহিট গান ‘আজ কি রাত’-এর অন্যতম সুরকার শচীন সাংভির বিরুদ্ধে যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগ তুলেছেন এক তরুণী। এই ঘটনায় সাচিন-জিগর জুটির এই জনপ্রিয় সঙ্গীত পরিচালককে পুলিশ গ্রেপ্তার করলেও, বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, ২০-এর কোঠায় বয়স ওই তরুণীর অভিযোগ, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের মাধ্যমে শচীনের সাথে তার পরিচয়
তরুণীর দাবি, শচীন তাকে নিজের মিউজিক অ্যালবামে কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়েই তাকে পরবর্তী সময়ে স্টুডিওতে ডেকে নেওয়া হয়। সেখানে শচীন তাকে বিয়ের প্রস্তাব দেন এবং বিভিন্ন সময়ে একাধিকবার তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেন, যা যৌন নির্যাতনের পর্যায়ে পড়ে।
তরুণীর এই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মুম্বাই পুলিশ শচীন সাংভিকে হেফাজতে নেয়। তবে গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই আদালত থেকে জামিন পান তিনি। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি এখন গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে এবং মামলাটি বিচারাণাধীন।
এদিকে, শচীন সাংভির আইনজীবী এই অভিযোগকে পুরোপুরি ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি পাল্টা দাবি করেন যে, এই অভিযোগের কোনো শক্ত ভিত্তি নেই এবং সুরকারকে অবৈধভাবে আটক করা হয়েছিল, যে কারণে আদালত তাকে তাৎক্ষণিক জামিন দিয়েছেন।
উল্লেখ্য, সাচিন-জিগর জুটি সম্প্রতি মুক্তি পাওয়া ‘থাম্মা’ সিনেমার সঙ্গীত পরিচালনার দায়িত্বেও ছিলেন। এই ঘটনায় বলিউডজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
