সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

মৌলভীবাজারে জেলার মানুষকে সহজে এবং সুন্দর পুলিশ সেবা দিতে আপনার এসপি নামে নতুন উদ্যোগ চালু করেছেন পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন।  এ সেবার মাধ্যমে মৌলভীবাজার জেলার ৭টি থানায় বসেই নাগরিকরা ভিডিও কলে সরাসরি এসপির সঙ্গে কথা বলতে পারবেন অভিযোগ জানাতে, পরামর্শ নিতে বা ন্যায়বিচার চাওয়ার জন্য আর জেলা সদরে যেতে হবে না। 

প্রতিটি থানায় একটি করে আপনার এসপি ডেস্ক বসানো হয়েছে, যেখানে নির্ধারিত অপারেটর ভিডিও কলের ব্যবস্থা করেন। অনেক মানুষ ইতিমধ্যে এই সেবা নিয়েছেন। 

এসপি বলেন, গ্রামের সাধারণ মানুষ এখন থানাতেই এসপির সঙ্গে কথা বলতে পারছেন, এতে তাদের ভোগান্তি কমবে এবং পুলিশের প্রতি আস্থা বাড়বে বলে জানান তিনি।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর