সোহান মোল্যার ঘর থেকে অস্ত্র উদ্ধার, এয়ারগান না ফায়ারআর্মস—নির্ধারণে তদন্ত
নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে এক কলেজছাত্রের বাড়িতে অভিযান চালিয়ে একটি স্নাইপার রাইফেল উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধার হওয়া অস্ত্রটি পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সেনাবাহিনী জানায়, ২৬ বছর বয়সী সোহান মোল্যা নামের ওই যুবক অবৈধ অস্ত্র ব্যবহার করে স্থানীয়দের ওপর প্রভাব বিস্তার করছিলেন—এমন খবর পেয়ে রোববার মধ্যরাতে অভিযান চালানো হয়। অভিযানের সময় সোহানের বিছানার নিচে লুকিয়ে রাখা একটি ৪.৫ ক্যালিবারের নাইট্রো স্নাইপার রাইফেল উদ্ধার করা হয়। অস্ত্রটির সঙ্গে টেলিস্কোপ ও সাইলেন্সারও ছিল। তবে সে সময় সোহান বাড়িতে না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ঘটনার বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ প্রকাশের পর ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা মতামত ও বিতর্ক। কেউ একে ‘স্নাইপার রাইফেল’ বললেও, অনেকেই একে এয়ারগান বা শুটিং রাইফেল বলে মন্তব্য করছেন।
এ নিয়ে কালিয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, সেনাবাহিনীর কাছ থেকে অস্ত্রটি আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। আদালতের অনুমতি নিয়ে বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করে দেখা হবে এটি আসল ফায়ারিং অস্ত্র কি না। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সোহান মোল্যা পুরুলিয়া গ্রামের আবুল কালাম মোল্যার ছেলে এবং স্থানীয়ভাবে তিনি একজন কলেজছাত্র হিসেবে পরিচিত।