সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ব্রাহ্মণবাড়িয়া: কুমিল্লা-সিলেট মহাসড়কের উত্তর সুহিলপুর এলাকা বুধবার (২২ অক্টোবর) রাতে যেন পরিণত হয়েছিল এক রণক্ষেত্রে। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজিজ গোষ্ঠী ও উকিল গোষ্ঠীর মধ্যে শুরু হয় এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ। রাত ৯টার দিকে দুই পক্ষের শত শত লোক টেঁটা, বল্লম ও অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সরাসরি মহাসড়কের ওপর যুদ্ধে নেমে পড়ে। প্রায় তিন ঘণ্টাব্যাপী এই তাণ্ডবে গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় মহাসড়কে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের মুখোমুখি অবস্থান এবং অস্ত্রের মহড়ায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। সংঘর্ষকারীরা বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়, যার ফলে শুধু রাস্তায় নয়, আশপাশের বহু ঘরবাড়িরও ক্ষতি হয়। সংঘর্ষের জের ধরে উভয় পক্ষের অন্তত ৩০ জন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার সূত্রপাত হয় কয়েকদিন আগে আওয়ামী লীগ ও বিএনপি সংক্রান্ত একটি তুচ্ছ বিতর্ককে কেন্দ্র করে। এই বিতর্কের জেরে উকিল গোষ্ঠীর সাদ্দাম, আজিজ গোষ্ঠীর আক্তারকে চড় মারেন। এই সামান্য ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি সামাল দিতে বুধবার বিকালে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হলেও তা সম্পূর্ণ ব্যর্থ হয়। সালিশে কোনো মিটমাট না হওয়ায় ক্ষিপ্ত উভয় পক্ষ রাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, এটি মূলত আজিজ ও উকিল গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের আধিপত্যের লড়াই। বুধবার সন্ধ্যায় সংঘর্ষ শুরু হওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে পরবর্তীতে যৌথ বাহিনীর সহায়তায় রাত গভীর হলে সংঘর্ষ সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। ওসি আরও নিশ্চিত করেন যে, বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সংঘর্ষের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা nlহচ্ছে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর