ভুমিকম্পে আতঙ্কিত সিলেট
সিলেট নগরীসহ আশেপাশে বেশ কিছু এলাকায় ভূমিকম্প হয়েছে। হঠাৎ করে এমন দুর্যোগে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রিখটার স্কেলে মাপার ফলে জানা যায় ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ (চার)।
২১ই সেপ্টেম্বর রবিবার ১২টা ১৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। সিলেট নগরীর বেশ কিছু এলাকায় কয়েক সেকেন্ডের ভুমিকম্প অনুভবে মানুষজন আতঙ্কিত হয়ে ওঠেন এবং তরিঘড়ি করে ঘরবাড়ি ও অফিস থেকে বের হয়ে আসেন। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
উপরিউক্ত ভুমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, সুনামগঞ্জ জেলার ছাতক থেকে ভূমিকম্পটি উৎপত্তিস্থল ছিল।
ভুমিকম্প বিশেষজ্ঞদের মতে, রিখটার স্কেলে ৪ এটা ভুমিকম্পকে তুলনা করলে এটি একটি হালকা ভুমিকম্প হিসাবে বলা যায়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঝুঁকি থাকে নাহ। তবে ঝুঁকিপূর্ণ ভবন বা দুর্বল কাঠামোয় সামান্য ক্ষতি হতে পারে বলে জানান বিশেষজ্ঞরা।