কোচের সঙ্গে দ্বন্দ্বে ভিনির 'দল ছাড়ার' হুমকি!
মাদ্রিদ: দীর্ঘ অপেক্ষার পর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ক্লাসিকো জয়ের মধুর স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুর সবুজ গালিচায় উৎসবের রেশ ড্রেসিংরুম পর্যন্ত পৌঁছায়নি। ম্যাচের শেষে কোচের সঙ্গে দলের অন্যতম সেরা তারকা ভিনিসিয়ুস জুনিয়রের প্রকাশ্য সংঘাত জন্ম দিয়েছে এক গভীর বিতর্কের, যা জয়ের আনন্দকে মুহূর্তে বিষাদে ঢেকে দিয়েছে।
মাঠে ক্ষোভ, ডাগআউটে শীতল উপেক্ষা: ঘটনার সূত্রপাত ম্যাচের ৭২ মিনিটে, যখন কৌশলগত কারণে কোচ জাভি আলোনসো ভিনিসিয়ুসকে তুলে তারই স্বদেশী রদ্রিগো গোয়েজকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেন।
কোচের এই সিদ্ধান্তে স্তম্ভিত ভিনিসিয়ুস। সাইডলাইনে নিজের জার্সি নম্বর ৭ দেখতে পেয়ে তিনি অন্তত পাঁচবার হাত ইশারা করে প্রশ্ন করেন, "আমি?!" স্পষ্টতই তাঁর মুখে ছিল বিরক্তি ও অবিশ্বাস। মাঠ ছাড়ার সময়ও তিনি কোচকে উদ্দেশ করে ক্ষুব্ধ স্বরে বলতে থাকেন, "কোচ! কোচ!!"
তবে বিতর্কের আগুনে ঘি ঢালে কোচের প্রতিক্রিয়া। ডাগআউটের কাছে আসতেই আলোনসো ভিনির দিকে হাত না বাড়িয়ে দেন স্পষ্ট উপেক্ষা। লা লিগার সম্প্রচারকারী প্রতিষ্ঠান ডিএজিএনের ক্যামেরায় ধরা পড়ে, ক্রোধান্বিত আলোনসো তাঁকে উদ্দেশ করে বলছেন, "কাম অন ভিনি! ড্যাম ইট!"
বিস্ফোরণ ও চরম উক্তি: কোচের এমন প্রকাশ্য ভর্ৎসনা সহ্য করতে পারেননি ভিনিসিয়ুস। রদ্রিগোর সঙ্গে হাত মিলিয়ে মাঠ ছাড়ার সময় তিনি আলোনসোর সহকারী সেবাস পারিইয়ার দিকে ঘুরে যান এবং তাৎক্ষণিক ক্ষোভে এক বিস্ফোরক মন্তব্য করে বসেন: "আমি চলে গেলে যদি দলের ভালো হয়, তাহলে আমি দল ছাড়ছি।"
এরপর তিনি জয়ী দলের ডাগআউটে এক মুহূর্তও না থেকে সোজা টানেল দিয়ে ড্রেসিংরুমে প্রবেশ করেন।
জয়ের মঞ্চে অনিশ্চয়তা: চার ম্যাচ পর ক্লাসিকো জয়ের আনন্দ যখন তুঙ্গে থাকার কথা, ঠিক তখনই এই ঘটনা রিয়াল মাদ্রিদ শিবিরে এক গভীর অনিশ্চয়তা তৈরি করেছে। ভিনিসিয়ুসের মতো ক্লাবের ভবিষ্যৎ তারকা কেন এমন চরম মন্তব্য করলেন—তা কি কেবল রাগের মাথায় বলা কথা, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো হতাশা? এই প্রশ্ন এখন রিয়াল ভক্ত থেকে শুরু করে ফুটবল বিশ্লেষক—সবার মনেই ঘুরপাক খাচ্ছে। এই সংঘাত দ্রুত নিরসন না হলে ক্লাসিকো জয়ের সুফল ম্লান হয়ে ভবিষ্যতে দলের পারফরম্যান্সেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
