সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

ভারি বর্ষণের আভাস দেশের তিন বিভাগে

দেশের সব বিভাগেই বুধবার (১৭ই সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধা পর্যন্ত বজ্রপাতসহ ভারি বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দেশের ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার সন্ধার ৬ টা থেকে বুধবার সন্ধা ৬ টা দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বাংলাদেশ উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানান। এর মধ্যে একটি অংশ বঙ্গোপসাগরে পর্যন্ত। মৌসুমে বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর ও বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে।

এ পরিস্থিতিতে ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগে দমকা হাওয়াসহ মাঝারি বৃষ্টি এবং বজ্র বৃষ্টি হতে পারে। একই সাথে খুলনা,রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়াও সারা দেশে দিনে ও রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর