সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

ভালুকায় যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহ ভালুকায় দুইটি যাত্রীবাহী বাসের সংঘর্ষের দূর্ঘটনা ঘটেছে। এতে ২ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত ১০ জন যাত্রী। তবে এখন পর্যন্ত হতাহতদের কোন নাম বা পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকার ভরাডুবা অঞ্চলে এই দূর্ঘটনা ঘটে।

বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক ভাবে চলছে বলে জানান ভালুকা হাইওয়ে ইনচার্জ মেহেদী মাসুদ।

তিনি স্বাধীনতার বার্তা খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক প্রান্তে নির্মাণ কাজ চলছে বলে জানিয়েছেন। এ কারনে মহাসড়কে এক পাশ বন্ধ থাকায় ওপর পাশ দিয়ে যান চলাচল করছে। ফলে ওই মুহুর্তে নেত্রকোনাগামী একটু বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বাস পাশ কাটতে গিয়ে সংঘর্ষের শিকার হয়।

ফলে উপরিউক্ত দূর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর