সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

মুম্বাই, ২৭ অক্টোবর: নারী ওয়ানডে বিশ্বকাপে হতাশার এক করুণ সমাপ্তি দেখল বাংলাদেশ। মুম্বাইয়ে নাছোড়বান্দা মেঘ আর বৃষ্টির কাছে হার মেনে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে শেষ লিগ ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। প্রকৃতির এই বাঁধায় সপ্তম স্থানে থেকেই বিশ্বকাপ অভিযান শেষ করতে হলো বাংলাদেশের মেয়েদের।

বৃষ্টির কারণে খেলা প্রথমে ২৭ ওভারে নামিয়ে আনা হয়েছিল। টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ নারী দল লড়াই করে ৯ উইকেটে ১১৯ রানের একটি স্কোর দাঁড় করায়। এই রান নিয়ে লড়াই করার আশা দেখেছিল দলটি।

তবে, ভারতের ব্যাটিংয়ের সময় সেই লড়াইয়ের সুযোগ মেলেনি। মাত্র ৮.৪ ওভারে ভারত কোনো উইকেট না হারিয়ে ৫৭ রান তুলে নেয়, যা তাদের জয়ের পথে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই প্রকৃতির চরম আঘাত, আবারও শুরু হয় বৃষ্টি। দীর্ঘ অপেক্ষার পর আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন।

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়। এর মধ্য দিয়ে টুর্নামেন্টে বাংলাদেশের যাত্রা শেষ হলো। জয়ের প্রত্যাশা থাকলেও, ভাগ্যের বিরূপতায় সপ্তম স্থানে থেকে তাদের বিশ্বকাপ মিশন শেষ হলো।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর