ইউনিসেফের তরুণ নেতৃত্ব কর্মসূচি: বাংলাদেশের সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় ৩০ তরুণের ক্ষমতায়ন
ঢাকা, বাংলাদেশ: ইউনিসেফ বাংলাদেশ ও লি কুয়ান ইউ স্কুল অফ পাবলিক পলিসি (LKYSPP)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ইয়ং লিডারশিপ প্রোগ্রাম-এর সমাপনী হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে ৩০ বছরের কম বয়সী ৩০ জন তরুণ বাংলাদেশীকে উদ্দেশ্য, আবেগ ও সহানুভূতির সঙ্গে সামাজিক ও নীতিগত সমস্যা মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
প্রোগ্রামের মূল উদ্দেশ্য ও কাঠামো
ক্ষমতায়নের লক্ষ্য: অংশগ্রহণকারীদের নেতৃত্বের দক্ষতা বিকাশের মাধ্যমে বাংলাদেশের যুবসমাজকে টেকসই উন্নয়নের চালিকাশক্তি হিসেবে গড়ে তোলা।
যোগাযোগ ও আলোচনা: প্রভাবশালী সংলাপ তৈরি, স্টেকহোল্ডার ম্যানেজমেন্ট।
ডিজাইন থিংকিং: সমাজের জটিল সমস্যার উদ্ভাবনী সমাধান খুঁজে বের করার কৌশল।
সিমুলেশন এক্সারসাইজ: বাস্তব জীবনের চ্যালেঞ্জ (যেমন: শিক্ষা বৈষম্য, জলবায়ু অভিযোজন) মোকাবিলার অনুশীলন।
আইনী গবেষক তানজিমা হোসেন বলেন, এই প্রোগ্রাম আমাকে শিখিয়েছে, শুধু নীতিনির্ধারণী টেবিলে নয়, স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে কাজ করেই প্রকৃত পরিবর্তন আনা যায়।
সামাজিক উদ্যোক্তা আরিফুল ইসলাম-এর মতে, "সিমুলেশন সেশনে রোহিঙ্গা সংকট মডেলিং করে আমরা শিখেছি কীভাবে বহুপাক্ষিক সমাধান খুঁজতে হয়।"ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, "বাংলাদেশের ভবিষ্যৎ এই তরুণদের হাতেই। তাদের দক্ষতা বাড়ানোর মাধ্যমে আমরা ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে অবদান রাখতে চাই।
এই উদ্যোগ ইউনিসেফের বিশ্বব্যাপী মিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা ১৯০টি দেশে সুবিধাবঞ্চিত শিশু ও যুবকদের জন্য কাজ করে। বাংলাদেশের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে জলবায়ু সংকট, রোহিঙ্গা ইস্যু ও শিক্ষা বৈষম্য মোকাবিলায় তরুণ নেতৃত্বের ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রশিক্ষণপ্রাপ্ত এই ৩০ জন তরুণকে স্থানীয় পর্যায়ে পাইলট প্রজেক্ট বাস্তবায়নের জন্য অনুদান দেওয়া হবে। ইউনিসেফ ও LKYSPP তাদের অগ্রগতি মনিটরিং করবে এবং জাতীয় পর্যায়ে তাদের সমাধান উপস্থাপনের সুযোগ দেওয়া হবে।