মাধবপুর উলামা পরিষদ বিক্ষোভ করবে বৃহস্পতিবার
ইসকন নিষিদ্ধের দাবিতে
মাধবপুর উলামা পরিষদ বিক্ষোভ করবে বৃহস্পতিবার
আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) বেলা ৩টায় উগ্র ও সন্ত্রাসবাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে মাধবপুর উপজেলা উলামা পরিষদ বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। মাধবপুর উপজেলা উলামা পরিষদ নেতৃবৃন্দ বলেন, স্থানীয় উলামায়ে কেরাম ও ইসলামী তৌহিদি জনতার উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে। মাধবপুরের আলেম সমাজ এ দেশে কোনো বিদেশী প্রভুদের সন্ত্রাসবাদী আস্তানা সহ্য করবে না।
সংগঠনের সভাপতি মাওলানা শাহ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে এবং মুফতী ওয়াজেদ আলীর পরিচালনায় অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
মাধবপুর উপজেলা উলামা পরিষদের কার্যনির্বাহী কমিটির সভায় বিক্ষোভ ছাড়াও ইউনিয়ন পরিষদ গঠনের প্রক্রিয়া জোরদারেও আলোচনা হয়েছে। নবীন আলেমদের সম্মাননা নিয়েও নাতিদীর্ঘ আলোচনা হয়।
মাধবপুর উপজেলা উলামা পরিষদের কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির বিভিন্ন দায়িত্বশীল সদস্যবৃন্দ।
স্বাধীনতার বার্তা/মায়া
