সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটূক্তি এবং ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ছাত্র মো. মনসের আলীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

​ ঢাকার সাতারকুলে বাটার-ফ্লাই গার্ডেনের পাশে হোয়াইট হাউজ নামক একটি ভবনে মনসের আলীসহ আরও দুজন রুমমেটের সাথে বসবাস করতেন। তার রুমমেটদের অভিযোগ অনুযায়ী জানা যায়, মনসের প্রায়ই মধ্যরাতে (রাত ১২টা-১টা) উচ্চ শব্দে স্পিকারে ইসলাম-বিদ্বেষী ও নাস্তিক্যবাদী বক্তব্য প্রচার করতেন এবং মহানবী (স.) কে নিয়ে কটূক্তি করতেন। তাদের দাবি, তিনি অন্যদের ব্রেইন ওয়াশ করার উদ্দেশ্যে এমনটা করতেন।

​এই বেপারে কথা বলতে গেলে মনসের আলী সরাসরি মহানবী (স.) এর বিরুদ্ধে কটূক্তি করেন বলে অভিযোগ ওঠে। সে সময় অন্য একজন ছাত্র তার বক্তব্য ফোনে রেকর্ড করেন। ফাঁস হওয়া সেই অডিও রেকর্ডে শোনা যায় যে, মনসের আলী মহানবী (স.) এর চরিত্রকে বিকৃতভাবে উপস্থাপন করার চেষ্টা করেন। তিনি অভিযোগ করেন যে, নবীর জন্য এক আইন এবং তাঁর উম্মতদের জন্য ভিন্ন বিধান ছিল। এছাড়া, মহানবী (স.) এর একাধিক বিয়ে নিয়েও তিনি মন্তব্য করেন এবং অদৃশ্য আল্লাহর নাম ব্যবহার করে মানুষের কাছ থেকে সুবিধা নিয়েছেন বলে জানান তিনি।

পরবর্তীতে ​এই রেকর্ডটি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয়। এর জের ধরে গত ৮ অক্টোবর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মনসের আলীকে গণপিটুনি দেয়, এতে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যম থেকে জানা যায়, অনেকেই মনসের আলীকে মানসিকভাবে অসুস্থ বলেও মন্তব্য করেছেন।

​ঘটনার জেরে ইসলামকে অবমাননা করায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ অবশেষে মো. মনসের আলীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেন

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর