সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

দেশব্যাপী সকল শিশুদের টাইফয়েড টিকা প্রদানের ক্যাম্পেইন শুরু হয়েছে। রবিবার সকাল ৯টায় রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম একর্মসূচি উদ্বোধন করেন। এই সময় সেখানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও মহিলা শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।এই কর্মসূচিতে ৯ মাস হতে ১৫ বছরের কম বয়সি অন্তত পাঁচ কোটি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) মাধ্যমে সকল স্থায়ী কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন রকম অস্থায়ী কেন্দ্রেও চলবে এই টিকাদান। যেসকল শিশুদের জন্মনিবন্ধন নেই তারাও পাবে এই টিকা।

সরকারের পক্ষ হতে জানানো হয়েছে, জ্বর প্রতিরোধ, সংক্রমণ কমানো, জ্বরের জন্য সৃষ্ট জটিলতা ও মৃত্যু হ্রাসের লক্ষ্যে টাইফয়েড টিকা দেওয়া হচ্ছে। কিন্ত এজন্য নিবন্ধনের আহ্বান জানানো হলেও গতকাল শনিবার অব্দি নানা জটিলতায় আশানুরূপ সাড়া মেলেনি কারো। যার ফলে নিবন্ধন না থাকলেও টিকা দেওয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

২০১৯ সালে এ টিকা পাকিস্তানে দেওয়া হয়েছিল। এছাড়াও ২০২২ সালে এটিকা নেপালেও সফলভাবে দেওয়া হয়েছিল। বর্তমানে ভারতের মুম্বাইয়ে এই টিকা প্রদান করা হচ্ছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর