বিদেশে সম্পদ জব্দে যুক্তরাজ্যে দুদকের চিঠি, আলোচনায় টিউলিপ সিদ্দিক
বসুন্ধরা গ্রুপের শীর্ষ নির্বাহী, সাবেক ভূমিমন্ত্রীর ভাই এবং একটি বেসরকারি ব্যাংকের সাবেক নির্বাহীর বিদেশে থাকা সম্পদের বিষয়ে ব্যবস্থা নিতে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির (NCA) কাছে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান,বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান সানভীর ও কো–চেয়ারম্যান সাদাত সোবহানের যুক্তরাজ্যে থাকা সম্পদের বিষয়ে পদক্ষেপ নিতে চিঠি দেওয়া হয়েছে। একইসঙ্গে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী এবং এনআরবি কমার্শিয়াল ব্যাংকের সাবেক নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমামের সম্পদ জব্দের বিষয়েও যুক্তরাজ্য সরকারকে অবহিত করা হয়েছে।
দুদক চেয়ারম্যান বলেন,অর্থপাচার প্রতিরোধ ও বিদেশ থেকে সম্পদ ফিরিয়ে আনা অত্যন্ত জটিল এবং সময়সাপেক্ষ কাজ। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের আদালতের পাশাপাশি সংশ্লিষ্ট দেশের আদালতেও তথ্য-প্রমাণ উপস্থাপন করতে পারলে সম্পদ ফিরিয়ে আনা সম্ভব।
টিউলিপ সিদ্দিকের প্রসঙ্গ
সংবাদ সম্মেলনে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ও সাবেক ট্রেজারি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে ঘিরেও প্রশ্ন ওঠে। উত্তরে দুদক চেয়ারম্যান বলেন, টিউলিপ সিদ্দিক যতই বলুন তিনি ব্রিটিশ নাগরিক, আমাদের নথিতে তিনি বাংলাদেশি নাগরিক হিসেবেই আছেন। তাই তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন,যদি টিউলিপ নির্দোষ হন, তবে তাঁর মন্ত্রিত্ব গেল কেন? তিনি পদত্যাগ করলেন কেন? তাঁর আইনজীবী আমাদের কাছে চিঠি পাঠালেন কেন?
দুদকের অভিযোগ, টিউলিপ সিদ্দিক তাঁর খালা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে অবৈধভাবে জমি গ্রহণ করেছেন। যদিও টিউলিপ এ অভিযোগ অস্বীকার করে একে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ বলে দাবি করেছেন।