দশ বছরের প্রেমের করুণ সমাপ্তি: মালয়েশিয়া প্রবাসী প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা
ঢাকা, ২৫ অক্টোবর (শনিবার): প্রেমের সম্পর্কের পরিণতি না পাওয়ার যন্ত্রণা কতটা গভীরে পৌঁছাতে পারে, তার এক মর্মান্তিক দৃষ্টান্ত তৈরি হলো দক্ষিণ কেরানীগঞ্জে। দীর্ঘ এক দশকের সম্পর্কের স্বীকৃতি না মেলায় মালয়েশিয়া প্রবাসী প্রেমিকের সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলতেই আত্মহত্যা করেছেন নুসরাত জাহান আঁখি (২৫) নামে এক তরুণী।
কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের শৈল্যাপাড়া এলাকার এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
😭 ১০ বছরের ভালোবাসার করুণ বিদায়
নিহত আঁখি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া গ্রামের লিটু কাজীর মেয়ে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, জীবনের প্রায় এক-চতুর্থাংশ সময় ধরে তিনি সুফিয়ান (২৮) নামে এক মালয়েশিয়া প্রবাসীর সঙ্গে সম্পর্কে আবদ্ধ ছিলেন। তাদের এই গভীর প্রেম দীর্ঘ দশ বছর ধরে টিকে ছিল।
তবে, সুফিয়ান ও আঁখির সম্পর্কের প্রধান বাধা ছিল পারিবারিক অমত। সুফিয়ানের পরিবার কোনোভাবেই তাদের সম্পর্ক এবং বিয়ে মেনে নিতে রাজি ছিল না। পরিবার থেকে আসা এই অস্বীকৃতিই আঁখির মনে তীব্র হতাশা সৃষ্টি করে।
শনিবার সকালে সেই হতাশা আর্তি হয়ে দেখা দেয়। মালয়েশিয়ায় থাকা প্রেমিকের সঙ্গে ভিডিও কলে কথোপকথন চলছিল। সম্ভবত সেই আলোচনাতেই আসে সম্পর্কের চূড়ান্ত পরিণতিহীনতার প্রসঙ্গ। সহ্য করতে না পেরে, সেই কল চলাকালীনই আঁখি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহননের পথ বেছে নেন।
"অনেক বুঝিয়েছি, কিন্তু ওই ছেলের পরিবারের অমত তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। এই কষ্ট সহ্য করতে না পেরেই আমার মেয়ে এমন ভয়ংকর সিদ্ধান্ত নিল।" — বিউটি বেগম, নিহতের মা
আইনের প্রক্রিয়াকরণ
দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, লাশের সুরতহাল তৈরি শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে। প্রেমের সম্পর্ক এবং পারিবারিক অস্বীকৃতির বিষয়টি মাথায় রেখে পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে এবং আইনি প্রক্রিয়া চলছে।
দীর্ঘদিনের প্রেমের মর্মান্তিক পরিণতিতে এলাকা স্তব্ধ। ভিডিও কলে আত্মহত্যার মতো ঘটনাটি প্রেমের ক্ষেত্রে পারিবারিক চাপ ও মানসিক স্বাস্থ্যের গুরুতর দিকটি সামনে নিয়ে এল।
