সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

বুয়েট ক্যাম্পাস বেশ উত্তাল ছিল মঙ্গলবার রাত থেকেই। ঘটনার সূত্রপাত হয় মূলত 'রেডিট' নামে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ঘিরে। অভিযোগ ওঠে, বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শ্রীশান্ত রায় ওই প্ল্যাটফর্মে মুসলিম নারী ও ইসলাম ধর্মকে অবমাননা করে বেশ কিছু কুরুচিপূর্ণ মন্তব্য পোস্ট করেছেন।

এই মন্তব্যগুলোর স্ক্রিনশট মঙ্গলবার রাতে আনুমানিক সাড়ে ১০টার দিক ছড়িয়ে পড়লে (ভাইরাল হলে) ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। এরপর, সেই রাতেই সাধারণ ছাত্ররা এবং বুয়েটের নিরাপত্তা কর্মকর্তা আফগান হোসেন একত্রিত হয়ে আহসান উল্লাহ হল থেকে শ্রীশান্তকে আটক করেন। পরে তাকে চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরিস্থিতি উত্তপ্ত দেখে বুয়েট কর্তৃপক্ষও দ্রুত ব্যবস্থা নেয়। ওই রাতেই শ্রীশান্তকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

এরই ধারাবাহিকতায়, বুয়েটের নিরাপত্তা কর্মকর্তা আফগান হোসেন নিজে বাদী হয়ে শ্রীশান্তর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা অধ্যাদেশে (সিএসও) একটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, শ্রীশান্ত এই বছরের ৮ই জুন থেকে ৭ই সেপ্টেম্বরের মধ্যে বিভিন্ন সময়ে এই আপত্তিকর মন্তব্যগুলো করেন, যা "ধর্মপ্রাণ মুসলমান ও বুয়েট সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে" আঘাত হেনেছে।

আজ এই মামলার সর্বশেষ আপডেট হলো, পুলিশ শ্রীশান্তকে ঢাকার আদালতে হাজির করে। শুনানি শেষে, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর