তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা
হিমালয়ের একেবারে নিকটবর্তী অবস্থানের জন্য উত্তর দিক হতে বয়ে আসা হিমেল হাওয়া দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে কনকনে শীত অনুভূত হয়। এই জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গত কয়েক দিন যাবৎ পঞ্চগড়ে তাপমাত্রা ৬ হতে ৮ ডিগ্রি সেলসিয়াসের মাঝে ওঠানামা করছে।
আজ (১৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে পঞ্চগড়ের তেঁতুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এই সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৯৮ শতাংশ ও বাতাসের গতিবেগ ছিল ঘণ্টাতে ৮ হতে ১০ কিলোমিটার। যার ফলে শীতের অনুভূতি আরো তীব্র হয়ে উঠছে।
এইদিকে গতকাল তেঁতুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই একই দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। হঠাৎ করে তাপমাত্রার এই রকমের বড় ওঠানামার ফলে শীতের তীব্রতা আরো বেড়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
