সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দেওয়ার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা।

১২ অক্টোবর রবিবার সকাল ৯টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান শুরু করেন কয়েক হাজার শিক্ষক। তারা জানান, প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

এদিন তারা ঘোষণা দেন, আগামীকাল ১৩ অক্টোবর সোমবার থেকে দেশের সব বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করা হবে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, রাতে শহীদ মিনারে আমাদের অবস্থান কর্মসূচি চলবে। পাশাপাশি আমরা বৈঠক করব। সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার কোনো সুনির্দিষ্ট ঘোষণা এলে তখন পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।”

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর