সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি মদিনাগামী হজ ফ্লাইট চালু হয়েছে। বুধবার (১৪ মে) বিকেল সাড়ে ৫টায় এ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বিমান) মো. সফিউল আলম।

চলতি বছর সিলেট থেকে মোট পাঁচটি সরাসরি হজ ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে আজকের ফ্লাইটটি ছিল প্রথম। বাকি চারটি ফ্লাইট ২৩, ২৫, ২৬ ও ২৯ মে সিলেট-জেদ্দা রুটে পরিচালিত হবে।

এ বছর সিলেট অঞ্চল থেকে হজে যাচ্ছেন ২ হাজার ৭০০ জন যাত্রী। এর মধ্যে ২ হাজার ৯০ জন সরাসরি মদিনা-bound ফ্লাইটে সৌদি আরবে পৌঁছাবেন। বাকিরা ঢাকা হয়ে হজযাত্রা সম্পন্ন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুগ্মসচিব মো. সফিউল আলম বলেন,

“চলতি বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরব যাচ্ছেন। হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন ও আরামদায়ক করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে এবং সার্বক্ষণিক মনিটরিং চালানো হচ্ছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ। তিনি বলেন,

“আজকের দিনটি সিলেটবাসীর জন্য একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত। সরাসরি মদিনায় ফ্লাইট চালু হওয়ায় হজযাত্রীরা উপকৃত হচ্ছেন। যাত্রীসেবা নিশ্চিত করতে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি এবং আমাদের কর্মকর্তারা সর্বদা সেবার জন্য প্রস্তুত রয়েছেন।”

হজ এজেন্সি অব বাংলাদেশ (হাব) সূত্রে জানা গেছে, এবার হজযাত্রীদের জন্য ‘রোড টু মক্কা’ কর্মসূচি চালু করা হয়েছে। এর আওতায় ঢাকা থেকে যাত্রাকারীদের ইমিগ্রেশন বাংলাদেশেই সম্পন্ন হবে। তবে সিলেট থেকে সরাসরি যাত্রাকারীদের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে সৌদি আরবে — মদিনা বা জেদ্দায়। এতে যাত্রা সময় বাঁচবে এবং যাত্রীরা অতিরিক্ত ঝামেলা থেকে মুক্ত থাকবেন।

প্রসঙ্গত, হজ ব্যবস্থাপনাকে আরও সুষ্ঠু ও নিরাপদ করতে সরকারের পক্ষ থেকে একাধিক সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি সার্বিক কার্যক্রম তদারকি করছে, যাতে প্রতিটি হজযাত্রা শান্তিপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময় হয়।

এদিকে সরাসরি ফ্লাইট চালুর ফলে স্থানীয় হজযাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এই ধরনের ফ্লাইটের সংখ্যা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর