সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

খুলনা সোনাডাঙ্গা থানার বয়রা এলাকার গৃহবধূ চাঁদনী হত্যার দায়ে পলাতক স্বামী মাসুদ মোল্লাকে (৩৫) মাগুরা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

৩১ আগস্ট রবিবার র‍্যাব-৬ মিডিয়া সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দিবাগত রাতে র‍্যাব-৬-এর একটি অভিযান পরিচালনা দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার শালিখা থানাধীন আড়পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় চাঁদনী হত্যার মূল আসামি মাসুদ মোল্লাকে গ্রেফতার করা হয়। মাসুদ মোল্লা খুলনা মহানগরীর ৪ নম্বর বয়রা ইসলামিয়া কলেজ রোডের বাসিন্দা।

পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় মাসুদ ও চাঁদনীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে মাসুদ চাঁদনীকে কিল-ঘুষি মেরে গুরুতরভাবে আহত করে। পরে তার শ্বশুর ও দেবর মিলে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। রাত ৮টা ৪৫ মিনিটে চিকিৎসক চাঁদনীকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর