স্টারলিংকের সব অনুষঙ্গ পাওয়া যাবে গ্যাজেট অ্যান্ড গিয়ারে
গ্যাজেট অ্যান্ড গিয়ারে স্যাটেলাইট-নির্ভর ইন্টারনেট সেবা স্টারলিংকের সব অনুষঙ্গ (কিট) পাওয়া যাবে।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্যাজেট অ্যান্ড গিয়ার। প্রতিষ্ঠানটি বাংলাদেশে স্টারলিংকের অনুমোদিত পুর্নবিক্রেতা নিযুক্ত হয়েছে। এর ফলে গ্রাহকেরা স্টারলিংকের ইন্টারনেট সলিউশন সরাসরি গ্যাজেট অ্যান্ড গিয়ারের সব শাখা এবং তাদের ওয়েবসাইট থেকে কিনতে পারবেন।
গ্যাজেট অ্যান্ড গিয়ারে স্টারলিংকের যেসব কিট পাওয়া যাবে:
স্টারলিংক মিনি কিট যারা প্রতিনিয়ত ভ্রমন করেন এবং মোবাইল ব্যবহারকারীদের জন্য পোর্টেবল সমাধান। দাম ২৬ হাজার ৫০০ টাকা।
স্টারলিংক স্টান্ডার্ড কিট বাড়ি এবং এসএমই ব্যবসার জন্য সহজ সমাধান। দাম ৪৯ হাজার ৫০০ টাকা।
স্টারলিংক ফ্ল্যাট হাই-পারফরম্যান্স কিট যাদের উচ্চগতির, নিরবচ্ছিন্ন এবং স্থিতিশীল ইন্টারনেট সংযোগ এবং মোবিলিটি প্রয়োজন, তাঁদের জন্য। দাম ১ লাখ ৮৫ হাজার টাকা।