সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দেশের ছয়টি অঞ্চলের উপর দিয়ে বৃষ্টিপাত হতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে যে, আজ (২০) সোমবার, দেশের ছয়টি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি হওয়ায় সম্ভাবনা আছে। এ সময় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন,পটুয়াখালী,কক্সবাজার,নোয়াখালী,কুমিল্লাচট্টগ্রাম
এবং বরিশাল এ সকল অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারেএ পরিস্থিতিতে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
