সুপার ওভারে নিয়ে সৌম্যের ব্যর্থতার স্বীকারোক্তি।
সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১১ রানের লক্ষ্যে প্রথম বলে ওয়াইড ও নো বলের জন্য আরো একটি বল বেশি পায়।তাতে এক বলে বাংলাদেশের নামের পাশে ৫ রান। সঙ্গে বাড়তি পাওয়া হিসেবে ছিল ফ্রি হিট। পরে ৫ বলে প্রয়োজন আর ৬ রান। তবে সুপার ওভারে এই সহজ সমীকরণ মেলাতে ব্যর্থ ছিল বাংলাদেশ।ফ্রি হিটের সদ্বব্যবহার করতে না পারার দায় কাঁধে নিয়ে সৌম্য সরাসরিই বলেছেন, ‘এটা আমার জন্য ব্যর্থতা’।নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো সুপার ওভার খেলতে নেমেছিল বাংলাদেশ।সুপার ওভার খেলার অভিজ্ঞতা না থাকলেও টিভিতে হয়তো এমন ম্যাচ দেখার অভিজ্ঞতা নিশ্চয় আছে।তবে সবকিছু মিলিয়ে দায়টা নিজের কাঁধে নিয়ে সৌম্য বলেন, ‘আমার জন্য ফেইলিউর। লেফট আর্ম স্পিনার ছিল, আমার কনফিডেন্স ছিল যে না আমি একটা বাউন্ডারি এখান থেকে আদায় করতে পারব।’ম্যাচ সুপার ওভারে গড়ানোর আগেই শেষ হওয়ার সম্ভাবনা ছিল সমূহ। নিজেদের ভুলে যে ম্যাচ সুপার ওভারে গড়িয়েছে সেটা জানিয়ে সৌম্যর ভাষ্য ছিল, ‘অনেকগুলো টার্নিং পয়েন্ট ছিল। আজকে স্পিনাররা খুবই ভালো বোলিং করেছে। মোস্তাফিজের অনেকগুলো ওভার বাকি ছিল। স্পিনাররা ভালো বল করছিল বিধায় ওভার শেষ হয় নাই। আবার দুইটা ক্যাচ ছিল, এটাও হতে পারে টার্নিং পয়েন্ট।’
