শান মিউজিক প্রযোজিত সোলজার এ শাকিব খান
বাংলা সিনেমার মেগাস্টার শাকিব খান নতুনভাবে হয়েছেন চুক্তিবদ্ধ । দেশের অন্যতম সফল প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড-এর সঙ্গে। সোমবার (৬ অক্টোবর) রাজধানীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে দুটি চলচ্চিত্রের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়। প্রতিষ্ঠানটির পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু। উপস্থিত ছিলেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী। তিনি বলেন, শাকিব খান বাংলা চলচ্চিত্রের সবচেয়ে নিবেদিত অভিনেতাদের একজন। তার সঙ্গে আমাদের এই যৌথ যাত্রা ইন্ডাস্ট্রিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। চুক্তির প্রথম সিনেমা ‘সোলজার’, যার শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে। দেশপ্রেমনির্ভর এই গল্পের পরিচালক সাকিব ফাহাদ। জানা গেছে, সিনেমাটিতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা তৌকীর আহমেদও। আধুনিক নির্মাণশৈলী, বৃহৎ আয়োজন ও আবেগঘন কাহিনির মাধ্যমে ‘সোলজার’ দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে বলে প্রত্যাশা।
শাকিব খান বলেন, বিদেশে যেমন শীর্ষ উদ্যোক্তারা চলচ্চিত্রে বিনিয়োগ করে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেন, আমাদের দেশেও সেই ধারা শুরু হওয়া দরকার। অঞ্জন চৌধুরী ও সান মিউজিক সে উদ্যোগের অনুপ্রেরণা। উল্লেখ্য, সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড 'মনপুরা', 'বিশ্বসুন্দরী' ও 'হাওয়া'সহ একাধিক নন্দিত ও ব্যবসাসফল চলচ্চিত্র প্রযোজনা করেছে।
চুক্তির দ্বিতীয় ছবির নাম ও বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানটি শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানাবে।
