শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় শ্রীপুরে শিক্ষক গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুরে ১২ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মহসিন (৩৫) নামে এক মাদ্রাসা শিক্ষককে মারধরের পাশাপাশি পুলিশের হাতে তুলে দিয়েছে জনগণ। এ ঘটনায় শিশুর বাবা থানায় মামলা করেছেন। গত ২৪ অক্টোবর সন্ধ্যায় শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় এ ঘটনা ঘটে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন।অভিযুক্ত শিক্ষক মহসিন নেত্রকোনার আটপাড়া উপজেলার কাচুটিয়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে। তিনি দারুল হিকমাহ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।
ভুক্তভোগী শিশুটি ওই মাদ্রাসার আবাসিক শাখায় পড়তো।
শিশুটির বাবা ও স্থানীয়রা জানান, শুক্রবার কোনো এক সময় মাদ্রাসার ভেতরে শিক্ষক মহসিন শিশুটিকে ধর্ষণ করেন। বিকেলে শিশুটির দাদা তাকে নিতে গেলে, শিশুটি বাড়িতে এসে বাবা ও দাদাকে ঘটনাটি জানায়। পরে এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে মারধর করে পুলিশ বক্সে নিয়ে যায়।
ঘটনাটি জানাজানি হলে রাত ৯টার দিকে স্থানীয় জনগণ পুলিশ বক্স ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। রাত ১১টার দিকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে যায়।
