শায়েস্তাগঞ্জ ইকরায় বার্ষিক চড়ুইভাতি অনুষ্ঠিত
পড়ালেখার জন্য শিশুর ফিটনেসও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ইকরা বাংলাদেশ স্কুল শায়েস্তাগঞ্জের প্রিন্সিপাল হাফিজ মাওলানা মাসউদুল কাদির। তিনি বলেন, এ শায়েস্তাগঞ্জে অনেক স্কুল আছে, একাডেমি আছে- কোথাও বাংলা, ইংরেজি ও গণিতের সঙ্গে পূর্ণাঙ্গ কুরআন পড়ার ব্যবস্থা নেই। শায়েস্তাগঞ্জ ইকরা জেনারেল শিক্ষার সঙ্গে ইসলাম শিক্ষার প্রতিও সমান গুরুত্ব দেয়।
আজ দুপুরে শায়েস্তাগঞ্জে ইকরা চত্বরে পুরস্কার বিতরণী ও বার্ষিক চড়ুইভাতি ২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
পল্লি বিদ্যুৎ অফিসার আমজাদুর রহমান শিপন বিশেষ অতিথির আলোচনায় বলেন, জেনারেল ও ইসলাম শিক্ষা একই সঙ্গে খুবই জরুরি। বিশেষত এ শায়েস্তাগঞ্জের মানুষের জন্য এটা গনিমত। আমি ইকরার সাফল্য কামনা করছি।
তিনি পড়ারশোনায় মূল ফোকাস দেওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
এ ছাড়াও দিনব্যাপী চড়ুইভাতি উপলক্ষে খেলাধুলার নেতৃত্ব দেন ইকরার ভাইস প্রিন্সিপাল মাওলানা সাজিদুল ইসলাম, শিক্ষক মুফতী সামিল আহমদ ওসমান, মাওলানা নাজমুল হাসান,তৈয়বুর রহমান প্রমুখ।
