সারাদেশে বৃদ্ধি পাচ্ছে শীতের দাপট
সারাদেশে বৃদ্ধি পাচ্ছে শীতের দাপট। বিশেষ করে মধ্য ও পশ্চিমাঞ্চলে গত কয়েক দিন যাবত তীব্র শীত অনুভূত হচ্ছে।
আবহাওয়া অফিস জানায়, উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ঘন্টাতে সর্বোচ্চ ১৫ কিলোমিটার বেগে হিমেল হাওয়া বইছে। গতকাল ঢাকাতে সারা দিনেও সূর্যের দেখা পাওয়া যায়নি।
সূর্যের উত্তাপ না মেলার জন্য জবুথবু প্রকৃতি। রাত ও ভোরে কুয়াশাতে ভিজে যাচ্ছে সমস্ত পথঘাট। গতকাল (২৮ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে দিনমজুর, রিকশাচালক, নির্মাণশ্রমিক এবং খেটে খাওয়া মানুষ, যাদের মাঝে বেশির ভাগই খোলা আকাশের নিচে কাজ করতে হয়। নানা শ্রমবাজারে প্রতিদিন যেখানে ৩০০-৪০০ মানুষ কাজের আশাতে জড়ো হয়েছেন, কাজকর্ম কম থাকার কারণে সেখানে এখন সে সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। অনেকেই সকাল হতে অপেক্ষা করে হতাশ হয়ে বাড়ি ফিরে।
রিকশাচালক, নির্মাণশ্রমিক ও দিনমজুররা জানিয়েছেন, বেশি শীতের জন্য লোকজন ঘর হতে কম বের হচ্ছে। নির্মাণসহ নানা কাজ তেমন একটা হাতে নেয়া হচ্ছে না। এতে করে তাঁদের কাজ অনেক কমে গেছে। তবে আয় কমলেও সংসারের ব্যয় তো কোনোভাবেই কমছে না। এই চিত্র বগুড়া, গাইবান্ধা, লালমনিরহাটসহ দেশের উত্তরাঞ্চলের নানা জেলাতে।
স্বাধীনতার বার্তা / মেবি
