সালমান শাহকে হত্যা মামলায় আসামি করা হলো তার স্ত্রীসহ ১১ জনকে
ঢাকার রমনা থানায় সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সালমান শাহের মৃত্যু নিয়ে নতুন হত্যা মামলা দায়ের করেছেন অভিনেতার মামা আলমগীর কুমকুম। মামলার প্রধান আসামি করা হয়েছে সালমান শাহের স্ত্রী সামিরা হককে। এছাড়া অভিযুক্ত তালিকায় রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ মোট ১১ জন, পাশাপাশি কিছু অজ্ঞাতনামা ব্যক্তিও মামলায় অন্তর্ভুক্ত।
এর আগে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক অপমৃত্যুর মামলা পুনঃতদন্তের নির্দেশ দেন এবং এটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করার আদেশ দেন। আদালতের এই আদেশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আলমগীর কুমকুম রমনা থানায় নতুন মামলা করেন। থানাকে মামলাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী ও পরিবারের সদস্যরা জানান, তারা দীর্ঘ ২৯ বছর ধরে দাবি করে আসছিলেন যে সালমান শাহকে হত্যা করা হয়েছে। পিবিআই তাদের চূড়ান্ত প্রতিবেদনে জানিয়েছিল, সালমান শাহ আত্মহত্যা করেছেন। তবে পরিবার তা মেনে নেননি।
আলমগীর কুমকুম সাংবাদিকদের বলেন, “সালমান শাহের বাবা একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি বহুবার চেষ্টা করেছেন অপমৃত্যুর মামলাকে হত্যা মামলায় রূপান্তর করতে। এবার সেটা সম্ভব হয়েছে। ইনশাআল্লাহ সত্য বেরিয়ে আসবে।”
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয়। সেই রহস্যজনক অকালমৃত্যুর তদন্ত এখন হত্যা মামলার মাধ্যমে পুনঃসূচনা হচ্ছে, যা দেখার জন্য দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে।
