শীলনের ১২১তম সাহিত্যসভা অনুষ্ঠিত
শীলনের ১২১তম সাহিত্যসভা অনুষ্ঠিত
তরুণদের হাতে কলমে গড়বার প্রত্যাশা নিয়ে শীলন বাংলাদেশের ১২১তম সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। মুফতি হুমায়ুন আইয়ুবের সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা করেন লেখক ও কথাসাহিত্যিক মুহাম্মদ যাইনুল আবিদীন।
পঠিত লেখার উপর মূখ্য আলোচনা করেন কবি জিয়াউল আশরাফ। আলোচনা করেন ঢাকা মেইল বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, মুফতি হুমায়ুন আইয়ুব, লেখক ফোরাম সভাপতি মুনীরুল ইসলাম, কবি জালাল খান ইউসুফী, কবি কাজী সিকান্দার, মুফতী সাইদুজ্জামান নূর, মিজানুর রহমান জামীল, মুফতী এনায়েত কবির, আবুল ফাতাহ কাসেমী, যাকারিয়া মাহমুদ, নুর আবদুল কাইয়ুম, আবদুল্লাহ আল সাদী, আবদুল্লাহ আল আানাস প্রমুখ।
লেখক ও কথাসাহিত্যিক মুহাম্মদ যাইনুল আবিদীন বলেন, শীলন বাংলাদেশ সাহিত্য নিয়ে কাজ করছে দুই যুগ ধরে। ১২১তম সাহিত্য সভা উদযাপন করছে শীলন। এটা অনেক বড় বিষয়।
ধারাবাহিক সাহিত্যসভা করার প্রতি আহ্বান জানান তিনি