ধান গবেষণা ইনস্টিটিউট ৪৯টি পদে জনবল নিয়োগ শুরু
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ১০ম থেকে বিভিন্ন গ্রেডে মোট ৪৯টি পদে জনবল নিয়োগ দিচ্ছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন প্রশাসনিক, প্রযুক্তিগত ও গবেষণা সহায়ক পদে লোক নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা ৪৯। প্রার্থীরা নির্ধারিত শর্ত অনুযায়ী অনলাইনে আবেদন করতে পারবেন। এর মধ্যে রয়েছে অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ল্যাব সহকারী, ড্রাইভার, ফিল্ডম্যানসহ একাধিক পদ। পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতাও ভিন্ন। কিছু পদের জন্য স্নাতক বা সমমানের ডিগ্রি আবশ্যক, আবার কিছু পদের জন্য এসএসসি বা অষ্টম শ্রেণি পাস করলেই আবেদন করা যাবে। আবেদন করতে হবে অনলাইনে, brri.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন ফি টেলিটকের মাধ্যমে পরিশোধ করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে। আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত। গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষি গবেষণা প্রতিষ্ঠান, যা উচ্চ ফলনশীল ও জলবায়ু সহনশীল ধানের জাত উদ্ভাবনে কাজ করছে। এই নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানের গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিস্তারিত তথ্য ও আবেদন নির্দেশনা পাওয়া যাবে ব্রি’র অফিসিয়াল ওয়েবসাইটে — brri.gov.bd এবং brri.teletalk.com.bd।
