সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

বান্দরবান, ২৫ অক্টোবর (শনিবার): প্রকৃতি ও পরিবেশের ওপর নির্মম আঘাত হানার অভিযোগে বান্দরবানের আলীকদমে রাতের অন্ধকারে অভিযান চালিয়ে মো. ইলিয়াছ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিক্রির সময় ঘটনাস্থল থেকে এক্সকাভেটরসহ তাকে হাতেনাতে ধরে ফেলা হয়। এই চক্রের বিরুদ্ধে কঠোর পরিবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে।

গভীর রাতে নীরব প্রকৃতির ওপর আঘাত

আলীকদম সদর ইউনিয়নের পূর্বপালং পাড়ায় চলছিল এই পরিবেশ ধ্বংসের কর্মকাণ্ড। পাহাড় মাফিয়ারা বেছে নিয়েছিল গভীর রাতকে—যখন প্রকৃতির নীরবতা তাদের অপরাধ ঢাকতে সাহায্য করবে।

বান্দরবান জেলা পুলিশ সুপারের বিশেষ নির্দেশনায়, আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দিনের নেতৃত্বে পুলিশ দল শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে সেখানে হানা দেয়।

গ্রেফতার: ঘটনাস্থল থেকে ইলিয়াছ, মো. আলী হোসেনের ছেলে, কে পাহাড় কাটার সময়ই গ্রেফতার করা হয়।

জব্দ: পরিবেশ ধ্বংসের প্রধান হাতিয়ার, অর্থাৎ মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সকাভেটরটি জব্দ করে পুলিশ।

পলাতক আসামি ও মামলা দায়ের

পুলিশ জানিয়েছে, ইলিয়াছের আরেক সহযোগী মিজান ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হলেও তাকে মামলার আসামি করা হয়েছে। শনিবার বিকালে ইলিয়াছ ও মিজানসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে কঠোর পরিবেশ আইনে মামলা দায়ের করা হয়।

বান্দরবান জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন এই বিষয়ে জোর দিয়ে বলেন:

"পরিবেশ ধ্বংসের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। পাহাড় কাটা এবং মাটি বিক্রির এই গুরুতর অপরাধ বন্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।"

পাহাড়খেকোদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপের এটি দ্বিতীয় নজির। এর মাত্র কয়েক দিন আগে, বৃহস্পতিবার রাতেও উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান চালিয়ে পাহাড় কাটার দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছিলেন। বারবার জরিমানা ও গ্রেফতারের পরও পাহাড় কাটার প্রবণতা বন্ধ না হওয়ায় স্থানীয় পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়ছে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর