সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

দুপুরের বিরতিতে বিদ্যালয় হতে বাড়িতে যাচ্ছিলেন এক শিক্ষিকা। বাড়ির পথে নিরিবিলি একটা পাহাড়ি পথে হঠাৎ করে একজন তাঁর পথ আটকে দাঁড়ায়। এরপরে প্রথমে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। তিনি তৎক্ষণাৎ মাটিতে পড়ে যায় তখন কিল-ঘুষি মেরে তাঁর গলা চেপে ধরে ওই ব্যক্তি। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক শিক্ষিকার উপর হামলা ও ধর্ষণচেষ্টার এই ঘটনা ঘটেছে গত মঙ্গলবার। গতকাল বুধবার রাতে এই ঘটনায় ওই শিক্ষিকা মামলা দায়ের করেন। মামলার এজাহারে এভাবেই নিজের উপর হামলা ও ধর্ষণচেষ্টার বিবরণ দেন এই শিক্ষিকা। এজাহারে বলা হয়েছে, অংশৈপ্রু মারমা (২৫) নামের একজন তাঁর উপর এই হামলা করেন। তাঁর চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হওয়ার সময় অংশৈপ্রু মারমা ওই শিক্ষিকার মুঠোফোন, টাকা, ব্যাংকের চেকবই, হাতব্যাগ ও কানের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তাঁকে স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করেন। মামলা করার পূর্বেই শিক্ষিকার মৌখিক অভিযোগের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় অংশৈপ্রুকে গ্রেপ্তার করেন পুলিশ।নাইক্ষ্যংছড়ি থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা ফেরদৌস রনি বলেন, অংশৈপ্রু মারমাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে এলাকাবাসী ও পুলিশ সারা দিন বিভিন্ন পাহাড়ে তল্লাশি চালিয়েছেন। অভিযানের একপর্যায়ে সন্ধ্যায় সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ির জঙ্গলাকীর্ণ পাহাড় হতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক আরও বলেন, অংশৈপ্রু মারমার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও ডাকাতির মামলাও আছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর