সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

রামচন্দ্রপুর খালকে টেকসইভাবে পরিষ্কার ও পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (২১ জুন ২০২৫) রাজধানীর আদাবরে খালটির পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। তিনি বলেন, “রামচন্দ্রপুর খালটিকে এবার টেকসইভাবে পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি এলাকার প্রাণস্বরূপ, আমাদের খালটিকে বাঁচাতেই হবে।”

দীর্ঘদিন ধরে রামচন্দ্রপুর খালটি মানবসৃষ্ট বর্জ্যের কারণে মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছিল। তবে সম্প্রতি স্বেচ্ছাসেবী সংস্থা ‘ফুটস্টেপ’-এর উদ্যোগে এবং আইডিএলসি ফাইন্যান্সের আর্থিক সহায়তায় খালটির পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। এ কাজে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) লজিস্টিক সহায়তা দিচ্ছে।

উপদেষ্টা জানান, এই উদ্যোগ যাতে দীর্ঘস্থায়ী হয়, সেজন্য একটি টেকসই কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, “পরিচ্ছন্নতার এই প্রচেষ্টা অন্তত এক বছর চালিয়ে যেতে হবে এবং এতে স্থানীয় জনগণকে সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে হবে। কারণ, খালটি যদি একবার সৌন্দর্য ফিরে পায়, মানুষ নিজেরাই একে রক্ষা করতে উৎসাহিত হবে।” তার মতে, স্থানীয়দের অংশগ্রহণ ছাড়া এই প্রকল্প দীর্ঘমেয়াদে সফল হবে না।

দূষণ প্রতিরোধে স্থানীয়দের সচেতনতা বৃদ্ধির জন্য ইতিমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। খালের পাশে ডাস্টবিন স্থাপন করা হয়েছে যাতে মানুষ বর্জ্য সেখানে ফেলতে পারে। উপদেষ্টা এ প্রসঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আপনার বাড়ির ময়লা কেউ নিয়ে যাবে না বলে খালে ফেলবেন না। এই অভ্যাস এখন থেকেই বন্ধ করতে হবে।”

খালটির পূর্ণাঙ্গ পুনরুদ্ধারে আরও বৃহৎ পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে খালের পাড় বাঁধাই, খনন, বর্জ্য ও পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং সৌন্দর্যবর্ধনের মতো একাধিক পদক্ষেপ।

এ সময় তিনি আরও জানান, রাজধানীর সুভাঢ্যা খালের পরিচ্ছন্নতা ও দূষণমুক্তকরণের কাজও ইতিমধ্যে শুরু হয়েছে।

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “খাল রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, নাগরিকদেরও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও জানান, খালের চারপাশে ওয়াকওয়ে রংকরণ, ডাস্টবিন স্থাপন ও জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচিও নেওয়া হয়েছে।

পরিবেশ উপদেষ্টা, স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ প্রচেষ্টায় রামচন্দ্রপুর খালকে একটি টেকসই, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন জলাধারে রূপান্তরের লক্ষ্যে কাজ চলছে। তবে এর প্রকৃত সফলতা নির্ভর করছে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের উপর।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর