প্রেসক্লাবের সামনে হাফেজ আবু হানিফ গাজীর হত্যার বিচার দাবিতে মানববন্ধন
রাজধানীর মোহাম্মদপুর এলাকার হাফেজ আবু হানিফ গাজীর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসীরা। সোমবার (৬ই অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মোহাম্মদপুর ও ধানমন্ডিবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই মানববন্ধনে সভাপতিত্ব করেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ইমদাদুল হক।নিহত আবু হানিফ গাজীর মা বলেছেন, প্রতিটি বাবা-মায়ের নিকট তার সন্তানের লাশ খুব হৃদয়বিদারক। আমার বুকের মানিককে যারা হত্যা করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সরকারের কাছে আমার একটাই আবেদন, দ্রুত সময়ের মাঝে খুনিদের খুঁজে বের করে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক।
আবু হানিফ গাজীর সহধর্মিনী বলেন, আমার দুটি সন্তানকে নিয়ে আজ রাস্তায় দাঁড়িয়েছি শুধুমাত্র আশ্রয়ের খোঁজে। তাদের বাবার শূন্যতা আমি কী দিয়ে ঘোচাবো তা আমার জানা নেই। স্বামীকে হারিয়ে আজ আমরা অসহায়। আমার ও আমার সন্তানদের প্রতি সরকার ন্যায়বিচার করবে এই আশা করি।
উল্লেখ্য, গত ২৭এ সেপ্টেম্বর শনিবার দুপুরে আবু হানিফ নামের এক ব্যক্তি মোহাম্মদপুরের নিজ ভাড়া বাসা হতে বের হয়ে আর বাসায় ফেরেননি। রাত ১০টার দিকে বিরুলিয়া বেড়িবাঁধ এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন দ্রুত থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় ও লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ময়না তদন্তের পর লাশ বরিশালের মুলাদী থানার নাজিরপুর ইউনিয়নের চরনাজীরপুর গ্রামে দাফন করা হয়েছে। মানববন্ধনে তার জন্মস্থান নাজিরপুরের বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
